ভারতীয় বাহিনীর টয়লেটের কমড চুরির গল্প

ভারতীয় বাহিনীর টয়লেটের কমড চুরির গল্প :-

ভারতীয় বাহিনীর টয়লেটের কমড চুরির গল্প
ভারতীয় বাহিনীর টয়লেটের কমড চুরির গল্প


১৯৭১ সালের ১৬ -ই ডিসেম্বরের পরে ভারতীয় মিত্রবাহিনী কর্তৃক বাংলাদেশের গাড়ি চুরি এবং টয়লেটের কমড পর্যন্ত চুরি করে বন্ধু রাষ্ট্র ভারতে লুট করে নিয়ে যাওয়ার কিছু চিত্র তুলে ধরছি।নিচের কথাগুলি মেজর জলিল তার বইতে ভারতীয় বাহিনীর টয়লেটের কমড চুরির গল্প লিখেছেন,

" পাকিস্তানী বাহিনী কর্তৃক পরিত্যক্ত কয়েক হাজার সামরিক-বেসামরিক গাড়ি,অস্ত্র,গোলাবারুদসহ আরো অনেক মূল্যবান জিনিসপত্র ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিলো ভারতে। 'প্রাইভেট কার' পর্যন্ত রক্ষা পায় নি,তখনই কেবল আমি খুলনা শহরের প্রাইভেট গাড়িগুলো রিকুইজিশন করে খুলনা সারকিট হাইজ ময়দানে হেফাজতে রাখার চেষ্টা করি।এর পূর্বে যেখানে যে গাড়ি পেয়েছে,সেটাকেই পাঠিয়ে দেওয়া হয়েছে সীমান্তের ওপারে। যশোর সেনানিবাসের প্রত্যেকটি অফিস এবং কোয়ার্টার তন্ন তন্ন করে লুট করেছে। বাথরুমের 'মিরর' এবং অন্যান্য ফিটিংস পর্যন্ত সেই লুটতরাজ থেকে রেহাই পায় নি।রেহাই পায় নি নিরীহ পথযাত্রী!"

No comments

Powered by Blogger.