Alpha Group Russia
6: Alpha Group - Russia
রাশিয়ার স্পেৎসনাজ হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের সবকয়টি স্পেশাল ফোর্সের সমন্বিত ফোর্স। আর সেরা স্পেৎসনাজ এর সেরা দল হচ্ছে Alpha Group। বিশ্বের সেরা স্পেশাল ফোর্স গুলোর মধ্যে উল্লেখযোগ্য এবং অন্যতম রাশিয়ার এই "Alpha Group"।
মূলত ১৯৭৪ সালে "Alpha Group"এর কার্যক্রম শুরু হয় তৎকালীন কেজিবির তত্ত্বাবধানে। বর্তমানে এটি FSB পরিচালনা করছে। এই ফোর্স মূলত কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিলো সে ব্যাপারে এখনো রাশিয়া মুখ খোলেনি।
আন্তর্জাতিক মহলে পরিচিতি থাকলেও রাশিয়ার অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকান্ড দমনে সবসময়ই অগ্রাধিকার পেয়ে থাকে আলফা গ্রুপ।
অস্ত্রসস্ত্র সমূহ:-
- AK-74
- ASVAL এর বিভিন্ন মডেল
- AK-12
- AK-105
- M4A1
- AR-15
- H&K 416
- HK417AN-94
- PKP Pecheneg
- PKM
- Sniper and designated marksman
- Various Dragunov এর বিভিন্ন মডেল
- Vintorez
- Accuracy International AWM
- Orsis T-5000
- Heckler & Koch MP5
- Vityaz-SN
- Glock 19
- Glock 17
- Arsenal Firearms Strike One
- MP-443
অপারেশন সমূহ:-
পুলিশের কাজ থেকে কোভার্ট অপারেশনসহ বিভিন্ন যুদ্ধের অসংখ্য মিশনে এদের নিয়োগ লক্ষণীয়।
👉চেচনিয়া যুদ্ধেও নিন্দনীয় ভূমিকা পালন করেছে। এই আলফা গ্রুপের স্নাইপারের গুলিতে হত্যা করা করেছে সমস্ত চেচনিয়ার প্রধান প্রধান নেতাদের।
👉আলফা গ্রুপ প্রথম আন্তর্জাতিক নজরে আসে আফগানিস্তান আক্রমণ করার পর যখন তারা কাবুলের রাষ্ট্রপতি ভবনে ঝড় বইয়ে দেয়। কাবুলের রাস্ট্রপতি ভবনে আক্রমণ এবং ভবনের প্রতিটি মানুষকে হত্যা করা।
👉১৯৮৬ সালের বৈরুতে চার জন সোভিয়েত ডিপ্লোম্যাটকে অপহরণ করা হয় । আর অপহরণকারী মস্কোর কাছে দাবি করে বসে লেবাননের সিরিয়ান যোদ্ধাদের সাহায্য করতে।
👉১৯৮৬ সালের বৈরুতে চার জন সোভিয়েত ডিপ্লোম্যাটকে অপহরণ করা হয় । আর অপহরণকারী মস্কোর কাছে দাবি করে বসে লেবাননের সিরিয়ান যোদ্ধাদের সাহায্য করতে।
কিন্তু মস্কো তাদের দাবিকে সরাসরি না বলে দেয়। ফলে সন্ত্রাসীরা তাদের হুমকি জোরদার করতে একজন ডিপ্লোম্যাটকে হত্যা করে। এরপর সাথে সাথে এই ঘটনার নিয়ন্ত্রণের জন্য আলফা গ্রুপকে নামানো হয়। অপহরণকারীদের অবস্থান ছিলো অজানা। এবং না জানার সম্ভবনা ছিল বেশি। তাই এক্ষেত্রে "আলফা গ্রুপ" কাটা দিয়ে কাটা তোলার মত কাজ করে। তারা অপহরণকারীদের প্রতিটি সদস্যের পরিবারকে খুঁজে বের করে এবং তাদের তুলে নিয়ে যায়। এরপর অপহরণকারীর এক নেতার পরিবারের একজন সদস্যকে নির্মম ভাবে নির্যাতন করে তাকে টুকরো টুকরো করে কাটে। আর অপহরণকারীদের হুমকি দেয় যদি ডিপ্লোম্যাটদের না ছেড়ে দেওয়া হয় তাদের পরিবারের প্রতিটি সদস্যের ভাগ্যে একই ঘটনা ঘটবে।আর তার অল্প কিছুক্ষণ পরই অপহরণকারীরা সোভিয়েত অ্যাম্বাসির সামনে তিনজন ডিপ্লোম্যাটদের ছেড়ে যায় এবং এই ঘটনার পর কখনোই রাশিয়ান অফিসিয়াল কোনো সদস্য অপহরণের ঘটনা ঘটেনি।
👉২০০২ এর মস্কো থিয়েটার অবরোধের এই আলফা গ্রুপই কাপুরুষের পরিচয় দেয়।
👉বেলসান স্কুল হামলা এই আলফা গ্রুপই মোকাবেলা করে।
No comments