GIGN Special Force of France

5: Groupe d’intervention de la Gendarmerie Nationale GIGN – France


GIGN
GIGN 




ফ্রান্সের ন্যাশনাল গেন্দারমেরি ইন্টারভেনশন গ্রুপ ৪০০ (প্রায়) সদসে্যর সন্ত্রাস প্রতিরোধের এই বাহিনীটি বিশ্বের অন্যতম সেরা  বাহিনী । মূলত ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিককে কেন্দ্র করে ইসরায়েলী দলকে জিম্মি করার ঘটনায় টনক নড়ে ওঠে ইউরোপের প্রভাবশালী দেশগুলোর। ফলশ্রুতিতে ১৯৭৪ সালে ফ্রান্সে জন্ম নেয় GIGN।

GIGN মূলত বিখ্যাত জিম্মি উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন সফলভাবে শেষ করার জন্য। ফ্রেঞ্চ পুলিশের অধীনে থাকা এই স্পেশাল ফোর্সের শুরুটা হয়েছিলো অল্প কয়েকজনকে দিয়ে, যা বর্তমানে রুপ নিয়েছে ৪০০ জনের বড় একটা গ্রুপে।

GIGN logo
GIGN Logo

#প্রশিক্ষণঃ GIGN প্রশিক্ষণটা তৈরি করা হয়েছে অগ্নিপরীক্ষার মতো কঠিন। ১৪ মাসের এই বিশাল ট্রেনিং প্রোগ্রামের প্রথম ধাপেই উত্তীর্ণ হতে পারে মাত্র ৭-৮% সেচ্ছাসেবী!

GIGN-এর পুরো দলকে কয়েকটা বিশেষ ভাগে ভাগ করা হয় এবং প্রতিটি ভাগই নিজেদের কাজে অন্যান্যদের তুলনায় সেরা। ডাইভিং, ফ্রি ফল জাম্পিং কিংবা প্রেসিডেন্টের সুরক্ষা, সবকিছুতেই রয়েছে আলাদা বিশেষ বিভাগ। এদের সফলতার অঙ্কটাও ঈর্ষণীয়। 

অস্ত্রশস্ত্র সমূহ:- 

  •  Glock 17
  •  SIG Sauer 
  •  Manurhin MR 73
  •  Smith & Wesson - 686
  •  MP5
  •  MP7
  •  FN P90
  •  Remington
  •  Franchi
  •  Bennelli
  •  Heckler & Koch HK - 416
  •  Swiss Arms SG 550
  •  CZ BREN 
  •  FAMAS
  •  Accuracy International Arctic Warfare 
  • PGM Hecate II

অপারেশন:-

প্রতিষ্ঠা পর থেকে এখন পর্যন্ত ৬০০+ জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে GIGN এর সদস্যরা। সন্ত্রাস দমন, জিম্মি উদ্ধার, জেলখানা দাঙ্গা প্রতিরোধ, অপরাধীদের কর্মকান্ড পর্যবেক্ষণ থেকে শুরু করে সরকারী কর্মকর্তাদের সুরক্ষা দেওয়া এমনকি যুদ্ধবিধ্বস্ত দেশেও গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করাও GIGN সদস্যদের নিয়মিত কাজ। 

👉১৯৭৯ এর মক্কার মসজিদুল হারাম অভিযান।
১৯৭৯ সালে পবিত্র মক্কায় একটি গ্রুপ ঢুকে পড়লে সৌদি কর্তৃপক্ষ মুক্ত করতে এই বাহিনীর পরামর্শ নিয়েছিল।

 👉এয়ার ফ্রান্স ফ্লাইটের ২২৯ জন যাত্রীকে GIA সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি। 

👉 স্কুলবাসে থাকা ৩০ জন স্কুলছাত্রকে সোমালিয়ান সন্ত্রাসী গ্রুপ থেকে মুক্ত করার মতো ঘটনা।

 ফ্রান্সে এই বাহিনীর সম্পর্কে এতো গোপণীয়তা রাখা হয় যে, GIGN এর ছবি প্রকাশের বিরুদ্ধে আইনও রয়েছে।

 

No comments

Powered by Blogger.