করোনায় অক্সিজেনের চাহিদা পূরণ করতে অক্সিজেট নামের অল্প মূল্যের একটি সিপ্যাপ যন্ত্র আবিষ্কার করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

Congratulations #BUET
করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ করতে ও উচ্চগতির ভেন্টিলেশনের জন্য অক্সিজেট নামের অল্প মূল্যের একটি সিপ্যাপ যন্ত্র আবিষ্কার করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। চারজনের দলে আছেন মীমনুর রশিদ, কাওসার আহমেদ, ফারহান মুহিব ও কায়সার আহমেদ


এই যন্ত্র বিদ্যুৎ ছাড়াই শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডার বা মেডিকেল অক্সিজেনের সাথে সংযুক্ত করে ব্যবহার করা যায় । তাই হাসপাতালের সাধারণ ওয়ার্ডেই অক্সিজেন সরবরাহ সম্ভব হয়। যন্ত্রটি তৈরিতে খরচ মাত্র দুই হাজার টাকা।

প্রকল্পটি বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমোদনক্রমে দুই দফা ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন সম্পন্ন করেছে।

© জ্ঞানের জগৎ

No comments

Powered by Blogger.