FN Scar



SCAR  হচ্ছে ২০০৪ সালে Mr. FN Herstal এর ডিজাইন উপর তৈরীকৃত বেলজিয়ামে বিখ্যাত Fabrique Nationale কোম্পানীর একটি মারাত্মক অস্ত্র। আগের কোন রাইফেলের উপর নির্ভর না করে, সম্পূর্ন নতুন ভাবে এই অস্ত্র ডিজাইন করা হয়। সাধারণ স্কেচ করে থেকে পরিপূর্ণ রূপ। ইসএস স্পেশাল অপারেশন কমান্ড (US SOCOM) এই রাইফেল ইস্যু করে।

Scar
FN Scar

একই সাথে বিভিন্ন ক্যালিবার ব্যবহারের সুবিধা পাবার জন্য ইস এস স্পেশাল ফোর্স নতুন অস্ত্র দাবি করে যা FN SCAR একমাত্র পূরন করতে সক্ষম হয়। 5.56x45mm NATO, 7.62x51mm NATO, .260 Remington, 5.56x36mm, 7.62x39mm, .300 Blackout ক্যালিবার এই অস্ত্রে ব্যবহার করা যায়। একই রাইফেলে এত ধরনের ক্যালিবার যা রীতিমত বিষ্ময়ের ব্যাপার! 

এর জন্য অল্টারনেটিভ ব্যারেল ব্যবহারের প্রয়োজন হয়। SCAR এর দুইটা ভার্সন দেখা যায় যার একটা MK16 (SCAR-L) যেটাতে 5.56x45mm NATO ক্যালিবারের ত্রিশ রাউন্ডের ম্যাগাজিন ব্যবহার করা হয়। MK-16 বা SCAR-L (Light) মূলত এসল্ট রাইফেল। অন্যদিকে অপর ভার্সন MK-17 (SCAR-H) কে ব্যাটল রাইফেল বলা হয়। SCAR-H (heavy) বিশ রাউন্ডের 7.62x51mm ক্যালিবারের রাউন্ড ব্যবহার করা হয়। আরো ভার্সনের মধ্যে হচ্ছে MK-20 যা একটি স্নাইপার সাপোর্ট রাইফেল (SSR)। এছাড়া রয়েছে পার্সোনাল ডিফেন্স ওয়েপন (PDW) যেটা MK-16 এর উপর বেস করে তৈরী। 



SCAR-L ও SCAR-H এর ৯০% জিনিস এক। SCAR এর স্পেশালিটি হচ্ছে একে দ্রুত মডিফাই করার সুবিধা। যুদ্ধক্ষেত্রে কয়েক মিনিটের ব্যবধানে একে খুব দ্রুত মোডিফাই করা যায়। এই রাইফেলে তিন ধরনের ব্যারেল [ Standard (S), Close Quarter Combat (CQC) এবং Long Barrel (LB) ] ব্যবহার করা যায় যুদ্ধা অবস্থায় পরিবর্তন যোগ্য। যা রাইফেলের ওজন, দৈর্ঘ্য, ভিন্ন ক্যালিবার ব্যবহার, মাজল ভেলোসিটি, ফায়ারিং রেঞ্জ পরিবর্তনে সহায়তা করে। তাছাড়া অল্টারনেট ব্যারেলের মাধ্যমে শত্রুর বুলেট ব্যবহার করার সুবিধা উপভোগ করা যায়, যেটা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এসব সুবিধা SCAR কে জনপ্রিয় করে তুলেছে যে কারনে বর্তমানে ২০ এর অধিক দেশে এই রাইফেল ব্যবহার করা হয়। আর স্পেশাল ফোর্স, এলিট ফোর্সের ব্যবহার তো আছেই।

FN SCAR (MK16/MK17):Modular Automatic Rifle.

Scar
FN Scar

Classification of FN Scar:-

- প্রধান উৎপাদনকারী দেশঃ USA

- উৎপাদন সালঃ ২০০৪।

- সার্ভিস টাইমঃ ২০০৯ থেকে বর্তমান।

সার্বিক দৈর্ঘ্য (with stock):-

SCAR-L: 

  • CQC 31 ইঞ্চি (787 মি.মি),
  • S 35 ইঞ্চি (889 মি.মি),
  • LB 39 ইঞ্চি ( 990 মি.মি)। 

SCAR-H: 

  • CQC 35 ইঞ্চি (889 মি.মি),
  • S 38 ইঞ্চি (965 মি.মি),
  • LB 42 ইঞ্চি (1067 মি.মি)। 
  • SSR 43 ইঞ্চি (1080 মি.মি)। 
  • PDW 24.9 ইঞ্চি (632 মি.মি) 

সার্বিক দৈর্ঘ্য (without stock):

 SCAR-L: 

  • CQC 21 ইঞ্চি (533 মি.মি),
  • S 25 ইঞ্চি (635 মি.মি),
  • LB 29 ইঞ্চি ( 736 মি.মি)।

 SCAR-H: 

  • CQC 25 ইঞ্চি ( 635 মি.মি), 
  • S 28 ইঞ্চি ( 711 মি.মি), 
  • LB 32 ইঞ্চি ( 813 মি.মি)। 
  • SSR 40.5 ইঞ্চি ( 1029 মি.মি)। 
  • PDW 20.5 ইঞ্চি ( 521 মি.মি) ।

ব্যারেলের দৈর্ঘ্যঃ-

SCAR-L: 

  • CQC ১০ ইঞ্চি ( ২৫৪ মি.মি), 
  • Standard ১৪ ইঞ্চি ( ৩৫৫ মি.মি),
  • LB ১৮ ইঞ্চি ( ৪৫৭ মি.মি)।

SCAR-H: 

  • CQC ১৩ ইঞ্চি ( ৩৩০ মি.মি),
  • Standard ১৬ ইঞ্চি ( ৪০০ মি.মি),
  • LB ২০ ইঞ্চি ( ৫০০ মি.মি)। 
  • SSR ২০ ইঞ্চি (৫০৮ মি.মি)। 
  • PDW ৬.৭৫ ইঞ্চি (১৭১.৪৫ মি.মি)

খালি অবস্থায় ওজনঃ-

SCAR-H:

  • Standard ৩.৫৮ কিলোগ্রাম
  • CQC ৩.৪৯ কিলোগ্রাম 
  • LB ৩.৭২কিলোগ্রাম 

SCAR-L:  

  • Standard ৩.২৯ কিলোগ্রাম 
  • CQC ৩.০৪ কিলোগ্রাম
  • LB ৩.৪৯ কিলোগ্রাম  
  • SSR ৪.৮৫ কিলোগ্রাম
  • PDW ২.৫ কিলোগ্রাম

লোডড অবস্থায় ওজনঃ আপনি কি ধরনের ক্যালিবার ও কত রাউন্ডের ম্যাগাজিন ব্যবহার করবেন তার উপর নির্ভরশীল। 

ক্যালিবারঃ 

  • 5.56x45mm NATO, 
  • 7.62x51mm NATO,
  • .260 Remington,
  • 5.56x36mm, 
  • 7.62x39mm, 
  • .300 Blackout। 

- এ্যাকশনঃ গ্যাস ওপারেটেড; রোটেটিং বোল্ট। 

- ম্যাগাজিন ক্যাপাসিটিঃ MK-16 ৩০ রাউন্ড। MK-17 ও SSR ২০ রাউন্ড। 

-রেট অফ ফায়ারঃ 625 রাউন্ড।

 

ইফেক্টটিভ রেঞ্জঃ

SCAR-L : 

  • CQC 300 মিটার, 
  • S 500 মিটার, 
  • LB 600 মিটার। 

SCAR-H : 

  • CQC 300 মিটার, 
  • S 600 মিটার, 
  • LB 800 মিটার।
 
 Scar  মূল্যঃ 3200 ডলার। ভার্সন অনুযায়ী দাম পরিবর্তন হয়। লাগলে আমাকে পেমেন্ট বিকাশ করলে চলবে😉




FN SCAR-16S
FN SCAR-16S

ছবিতে FN SCAR-16S 5.56x45 mm ন্যাটো SBR ( Saturable Bragg reflector) সাথে EOTech Weapon Accessories হিসেবে আছে
Model XPS3 হোলোগ্রাফিক সাইট,  ফ্ল্যাশ লাইট এবং ভার্টিক্যাল ফরগ্রিপ।

No comments

Powered by Blogger.