SPBn Special Security and Protection Battalion

Special Security and Protection Battalion(SPBn)। 


বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট SPBn। SPBn ইউনিটের প্রধান কাজ হচ্ছে এবং প্রধানমন্ত্রী,  রাস্ট্রপতি ও ভিআইপিদের কার্যালায় বা অফিসের  নিরাপত্তা প্রধান করা। 

SPBn Special Security and Protection Battalion
SPBn Special Security and Protection Battalion 

 SPBn রয়েছে ১৪০০ মত জনবল রয়েছে। SPBn মূলত SSF ও PGR এর সাথে প্রধানমন্ত্রী,  রাস্ট্রপতি ও ভিআইপিদের কার্যালয় বা অফিসের নিরাপত্তার সমন্বয় সাধন করে দায়িত্ব পালন করে। SPBn প্রতিটি সদস্য  চৌকস পুলিশ ও আনসার বাহিনী থেকে  গোপনীয়তার মধ্যদিয়ে রিক্রুটিং করা হয়।



SPBn logo

SPBn এর প্রশিক্ষণ:

মূলত  Special Security Force (SSF),  President Guard Regiment (PGR)  ও Fire Service and Civil Defense এবং  অন্যান্য দক্ষ ট্রেইনারের কাছ থেকে বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র, আক্রমণ ও হামলা, মোটরক্যাড  সুরক্ষা বা কনবয় সুরক্ষা , ভিড় নিয়ন্ত্রণ, আত্মরক্ষা, কৌশলগত কার ড্রাইভিং, শারীরিক ও কৌশলগত প্রশিক্ষণ, সাঁতার, অনুসন্ধান ও , IED এবং EOD প্রশিক্ষণ, অগ্নি নির্বাপণ এবং জরুরি অবস্থায় ব্যবস্থাপনা এবং মৌলিক আঘাতজনিত First AID ইত্যাদি বিষয়ে ব্যাপক ও কার্যকরী প্রশিক্ষণ লাভ করে।





SPBn Vehicle
SPBn Vehicles

SPBn Vehicles: 


  • 🚔Nissan Patrol Y61 
  • 🚖 Toyota Land Cruiser200 
  • 🚗বিভিন্ন মডেলের SUV
  • 🚑বিভিন্ন মডেলর অ্যাম্বুলেন্স


SPBn Gun:


  • Glock 17 এবং Glock 19 হ্যান্ড গান
  • Heckler & Koch MP5
  • SMT9
  • Type-56 
  • বিভিন্ন রকমের স্মোক গ্রেনেড ও স্ট্রান্ড গ্রেনেড

২০১২ সালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভ্রমনরত বিদেশী রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তা রক্ষায় বিশেষ নিরাপত্তা এবং সুরক্ষা ব্যাটালিয়ন নামে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা  করা হয়। এপিবিএনের প্রধান অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শকের নিয়ন্ত্রনে একজন উপ মহা পরিদর্শক এই বাহিনী পরিচালনা করে থাকেন। প্রাথমিক ভাবে দুটি প্রটেকশন ব্যাটালিয়ন দিয়ে এই বাহিনী যাত্রা শুরু করেছিল।  SPBn এর বাজেট ও কার্যক্রমের  বিস্তৃতি গোপন রাখা হয়েছে।


No comments

Powered by Blogger.