চীন সীমান্তে ভারত কেন গুলি করে না?

চীন সীমান্তে ভারত গুলি করে না কেন ? 


চীন সীমান্তে ভারত গুলি করে না কেন ?


তবে ভারতীয়রা চীনের কৃষকদের তাদের জমিতে কাজ করতে দিতো না...
চীনা সৈন্যদের অনুপস্থিতির সুযোগে চীনা কৃষকদের তাদের জমি থেকে বের করে দিতো, মারধর করতো...

কিন্তু যুদ্ধ শুরুর আগে সীমান্তে কাজ করার সময় দুজন নিরিহ চীনা কৃষককে চীনা সৈন্যদের অনুপস্থিতির সুযোগে একইরকমভাবে তাদেরই মাঠে ভারতীয় সেনারা গুলি করে হত্যা করে
ফেলে রাখে এবং লাশগুলোকে নিয়ে উপহাস করে, এমনকি অন্য কৃষকদের লাশ উদ্ধার করতেও দেয় নি।

এখবর চীনা সরকারের কানে গেলে সেদিনই চীনের বিপ্লবী কমিউনিস্ট সরকার ভারতীয় সেনাদের বিরুদ্ধে এর প্রতিশোধ গ্রহণের জন্য সর্বশক্তি নিয়ে ঝাপিয়ে পড়ে...

মাত্র দুজন শ্রমিকের জন্য এ পরিমান রিএ্যাকশন, আক্রমণ ও লাদাখ ও অরুনাচলের মত সীমানা হারানো ভারতীয়রা কল্পনাও করতে পারে নি। 

এর পর ভারতীয়রা চীন ভারত সীমন্তে গোলাগুলি নিষিদ্ধ করে।😊

©Siddq Muhammad Rocky

No comments

Powered by Blogger.